৯ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:১১

যশোরের ৫ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক:

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোরের পাঁচ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

ধানমন্ডিতে সংস্থার কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

আসামিরা সবাই জেলার মনিরামপুরের অধিবাসী। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, নির্যাতন, ধর্ষণ, আটক ও অগ্নিসংযোগহ ৬টি অভিযোগ আনা হয়েছে।

এদের মধ্যে শুধু সিদ্দিকুর রহমান গাজী ওরফে সিদ্দিক কারাগারে। অন্য চার আসামি পলাতক। গ্রেফতারের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে তদন্ত সংস্থা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান ও তদন্ত সংস্থার কর্মকর্তা সানাউল হক।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১০, ২০১৮ ৩:০১ অপরাহ্ণ