বিনোদন ডেস্ক:
পরিচালকের নির্দেশনায় অভিনয় করেন নায়ক-নায়িকা ও অন্যরা। সিনেমার ভেতর কাহিনির ডালপালা ছড়ায়, আসে সাসপেন্স-ক্লাইমেক্স। এর বাইরেও অন্য গল্প হতে পারে। পরিচালক-নায়ক-নায়িকার গল্প।
অনেকদিন পর পরিচালনায় ফিরলেন একাধিকবার জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা আলমগীর। সিনেমার অন্যতম চরিত্রও তিনি। তাকে দেখা যাবে লাইট-ক্যামেরা-অ্যাকশন বলতে। বিপরীতে আছেন চম্পা।
অন্য দুটি চরিত্রে আরিফিন শুভ ও ঋতুপর্ণা সেনগুপ্ত। তাদের চরিত্র সিনেমার নায়ক-নায়িকা। ট্রেলারে বিভ্রম তৈরি হয়— কোনটি সিনেমার গল্প আর কোনটি সিনেমার ভেতরের সিনেমার গল্প।
‘একটি সিনেমার গল্প’-এ আরো অভিনয় করেছেন হাসান ইমাম, সাদেক বাচ্চু, সাবেরী আলম, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।
সিনেমাটি পয়লা বৈশাখ উপলক্ষে ১৩ এপ্রিল ৪০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রযোজনা করছে আলমগীরের প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্ট।
দৈনিক দেশজনতা/এন এইচ