১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৭

বক্তব্য না শুনেই মামলার রায়ের দিন ধার্য

নিজস্ব প্রতিবেদক:

রিটকারী আইনজীবীর বক্তব্য না শুনেই মামলার রায়ের দিন ধার্য করায় প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেছেন এক আইনজীবী। সোমবার বিকালে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. ইউনুছ আলী আকন্দ লিখিত অভিযোগ করেন।
ইউনুছ আলী আকন্দ গণমাধ্যমকে বলেন, ‘২০১৭ সালের ২৫ এপ্রিল সংসদ সদস্য রাশেদ খান মেনন কর্তৃক এক ডিও লেটারের (সুপারিশপত্র) মাধ্যমে গোলাম আশরাফ তালুকদারকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি সভাপতি পদে নিয়োগ দেয়া হয়। ২০১৭ সালের ৩০ এপ্রিল আশরাফ তালুকদার নিয়োগ পান। ওই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করি। আদালত সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন। গত বছরের ১০ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ এ রুল দেন। পরবর্তীতে সেই রুল হাইকোর্টের একটি বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করা হয়। এর প্রেক্ষিতে রুল শুনানির জন্য মামলাটি সোমবার হাইকোর্টের কজ লিস্টের (কার্যতালিকা) ১৭১ নাম্বারে রাখা হয়। তবে আদালত মামলাটি শুনানি না করে রুলের ওপর মঙ্গলবার (আজ) রায়ের দিন নির্ধারণ করেন।’
তিনি বলেন, ‘আদালত মামলাটির শুনানি না করে তা রায়ের জন্য মঙ্গলবার (আজ) দিন ধার্য করেন। এ কারণে আমার জুনিয়র আইনজীবী আসমা আহমেদ মামলাটির রুল শুনানির জন্য আদালতের কাছে সময় চান। কিন্তু আদালত কোনো সময় না দিয়ে এবং শুনানি না করেই মামলাটির রায়ের দিন ধার্য করেন। বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে এফিডেভিট আকারে একটি আবেদন দিয়েছি। প্রধান বিচারপতিকে জানিয়েছি, ওই কোর্টের ওপর আমার বিশ্বাস নেই, তাই মামলাটি অন্য কোর্টে শুনানি ও নিষ্পত্তির প্রার্থনা জানাই। প্রধান বিচারপতি আবেদনটি জমা রেখেছেন এবং বলেছেন বিষয়টি দেখবেন।’

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১০, ২০১৮ ১১:০০ পূর্বাহ্ণ