নিজস্ব প্রতিবেদক:
নেপালে বিমান দুর্ঘটনায় স্বামী-সন্তান হারানো আলমুন নাহার অ্যানি মঙ্গলবার (১০ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে থেকে বাড়ি ফিরছেন। আগামী সপ্তাহে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও তার শারীরিক অবস্থা ভালো হওয়ায় অ্যানিকে ছাড়পত্র দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার (০৯ এপ্রিল) ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানান। এর আগে ওই দুর্ঘটনায় আহত শাহরিন আহমেদকে রোববার (০৮ এপ্রিল) ছাড়পত্র দেওয়া হবে।
আলমুন নাহার অ্যানি, গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুরে। গত মাসের ১২ তারিখে স্বামী এফএইচ প্রিয়ক, একমাত্র মেয়ে প্রিয়ন্ময়ী তামাররাকে নিয়ে অবকাশ যাপনে নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। কিন্তু ওইদিন নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় তাদের বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস২১১টি।
এতে নিহত হন ৪৯ জন। এর মধ্যে পাইলট, কো পাইলট, কেবিন-ক্রুসহ ২৬ জন বাংলাদেশিও রয়েছেন। এছাড়া আহত হন আরও ১০ বাংলাদেশি। এর মধ্যে আহত তিনজনকে বিদেশে নিয়ে যাওয়া হলেও দেশে আনা হয় সাতজনকে। তাদের মধ্যে শাহীন ব্যাপারী নামে একজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অ্যানী মাঝে চিকিৎসা নিয়ে বাড়ি গিয়েছিলেন। পরে আবারও হাসপাতালে ভর্তি হন।
দৈনিকদেশজনতা/ আই সি