১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৫

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক:

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে আন্দোলনকারী প্রতিনিধি দলের ১৯ সদস্য উপস্থিত রয়েছেন। আওয়ামী লীগের পক্ষে উপস্থিত রয়েছেন ১১ জন।

১৯ সদস্যের ছাত্র প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। সরকার পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সরকারি চাকরিতে নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বেশ কিছু দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এর ধারাবাহিকতায় রবিবার দুপুরে তারা শাহবাগে অবস্থান নিলে রাতে পুলিশ তাদের লাঠিপেটা করে এবং রাবার বুলেট-কাঁদুনে গ্যাস ছুড়ে সরিয়ে দেয়।

কিন্তু এরপর বিক্ষোভ আর সংঘাত ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামানের বাসভবনে হামলা চালিয় ব্যাপক ভাঙচুর করা হয়।

সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ক্যাম্পাসে গিয়ে আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ব্যাপারে অবগত আছেন। তিনি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সোমবার বেলা ১১টায় আন্দোলনকারীদের সঙ্গে বসার নির্দেশ দিয়েছেন। তখন আন্দোলনকারীদের কোনো সাড়া পাওয়া না গেলেও সোমবার তাদের সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ৯, ২০১৮ ৬:০০ অপরাহ্ণ