২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:০৪

কোটা সংস্কার আন্দোলন ৭ মে পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোটা সংস্কার আন্দোলন নিয়ে বৈঠকের পর বলেছেন, গতকাল (রবিবার) একটা ভায়োলেন্স হয়ে গেছে। ভাইস চেন্সেলরের সাথে কোটার কোনো সম্পর্ক নেই। তার ওপর কেনো হামলা? তাদের মধ্যে অ্যাকশন নেওয়া হবে। কিন্তু যারা ইনোসেন্স তাদের ছেড়ে দেওয়া হবে। যারা আহত হয়েছে আমরা চিকিৎসার ব্যবস্থা করবো। কার্পণ্য করবো না।
আজ সোমবার সন্ধ্যায় সচিবালয়ে কোটা সংস্কারের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মে মাসের ৭ তারিখের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করছি, কী রেজাল্ট হয় তা আমরা জানাচ্ছি। সে পর্যন্ত আন্দোলন স্থগিত করা হোক।
আজ সোমবার বিকালে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক হাসান আল মামুনসহ শিক্ষার্থীদের ২০ সদস্যের প্রতিনিধি দল ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন।
যোগা‌যোগ মন্ত্রণাল‌য়ের কনফা‌রেন্স রু‌মে বিকেল সাড়ে ৪টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশ  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া উপস্থিত আছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ৯, ২০১৮ ৬:৩৮ অপরাহ্ণ