নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ও ভারতের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) সাক্ষরিত হয়েছে। রাজধানীর রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্র সচিবদের মধ্যে আজ (৯ এপ্রিল) এক বৈঠকের সময় এগুলো সাক্ষরিত হয়।
ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা এবং বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা নিজ নিজ দেশের পক্ষে এই স্মারকগুলোতে সাক্ষর করেন।
স্মারকগুলোর মধ্যে একটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র চেয়ার প্রতিষ্ঠা করা। ভারতের শিলিগুড়ি এবং বাংলাদেশের পার্বতীপুরের মধ্যে পাইপলাইন বসানো নিয়ে তিনটি স্মারক সাক্ষরিত হয়েছে। এই পাইপলাইন দিয়ে ভারত থেকে পেট্রোলিয়াম আমদানি করা হবে।
অপর দুটি স্মারক মধ্যে রয়েছে বাংলাদেশের ৫০৯টি স্কুলে কম্পিউটার ল্যাবরেটরি স্থাপন এবং রংপুর সিটি করপোরেশনে রাস্তার উন্নয়নের কাজ।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক এবং সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলের মধ্যে বৈঠক আজ সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত চলে।
এরপর, সোনারগাঁও হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ওপর একটি বৈঠকে যোগ দিবেন ভারতীয় পররাষ্ট্র সচিব।
গতকাল (৭ এপ্রিল) বাংলাদেশে আসা গোখলে আজ পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। তিনি আগামীকাল সকালে নতুন দিল্লির উদ্দেশে রওয়ানা হবেন।
দৈনিক দেশজনতা /এন আর