২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৩০

খুবিতে চলছে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

খুলনা প্রতিনিধি:

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের খুলনা জেলা শাখার উদ্যোগে এখন খুবির সামনে থেকে জিরোপয়েন্ট পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলছে।

এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি ও ঢাকার শাহবাগে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এছাড়া আন্দোলনকারীদের একাংশ খুলনা-সাতক্ষীরা মহাসড়কও অবরোধ করে।

সোমবার দুপুর দেড়টায় ক্যাম্পাস থেকে মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের সামনের খুলনা-সাতক্ষীরা মহাসড়ক প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খুবির হাদি চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।

কোটা পদ্ধতির সংস্কারসহ পাঁচ দফা দাবিতে গত ১৭ ফেব্রুয়ারি থেকে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ ও জেলা পর্যায়ে আন্দোলন কর্মসূচি পালন করছেন সরকারি চাকরি প্রত্যাশীরা।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৯, ২০১৮ ৪:৩৮ অপরাহ্ণ