২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫০

ট্রাম্পের জাতীয় নিরাপত্তা মুখপাত্রের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র মাইকেল অ্যান্টোন প্রশাসন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার হোয়াইট হাউস একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

সোমবার ট্রাম্পের তৃতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে এ পদে সাবেক চৌকস কূটনীতিক জন বোল্টন দায়িত্ব নেয়ার একদিন আগে এমন ঘোষণা দেয়া হলো।

প্রশাসনিক দায়িত্ব ছেড়ে হিলসডেল কলেজের কিরবি সেন্টারের ওয়াশিংটন ডিসি শাখায় একজন লেখক ও প্রভাষক হিসেবে যোগ দেবেন বলে জানিয়েছেন অ্যান্টন। তিনি বলেন, আমাকে দেশের জন্য কাজ করার ও তার এজেন্ডা বাস্তবায়নে কাজ করার সুযোগ দেওয়ায় আমি সারাজীবন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ থাকবো।

রোববার এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স বলেন, ‘মাইকেল চমৎকার মানুষ। আমি প্রতিদিন তার সাথে ভালভাবে কাজ করেছি। আমি গভীরভাবে তার অভাব অনুভব করবো।’

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৯, ২০১৮ ৩:৪৫ অপরাহ্ণ