১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৬

ভারতকে মোকাবেলায় অত্যাধুনিক রাশিয়ান ট্যাঙ্ক কিনবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তান এবার রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক টি-৯০ ট্যাঙ্ক কেনার জন্য কথাবার্তা শুরু করেছে। স্থল যুদ্ধে অত্যন্ত কার্যকর অত্যাধুনিক এই ট্যাঙ্ক শত্রু শিবিরে আতঙ্ক হিসেবে বিবেচিত হয়ে থাকে। গুজরাতের কচ্ছ থেকে জম্মু পর্যন্ত বিস্তৃত সমতলে ভারতের মোকাবিলা করতেই এই অত্যাধুনিক টি-৯০ ট্যাঙ্ক কিনতে বিশেষ আগ্রহী পাকিস্তান। উল্লেখ্য, এই ট্যাঙ্ক মজুত রয়েছে ভারতের অস্ত্রভাণ্ডারেও। ‘টি-৯০ ভীষ্ম’ ভারতীয় স্থলসেনার ট্যাঙ্ক বাহিনীর মধ্যমণি।

স্থলযুদ্ধে ভারতের সমান শক্তিশালী হওয়াই লক্ষ্য পাকিস্তানের। সে কারণেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগির খান টি-৯০ ট্যাঙ্ক কেনার জন্য রাশিয়ার সঙ্গে কথা বলছেন। প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে ভারত যখন ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ইসরাইলের সঙ্গে নিয়মিত আলোচনা চালাচ্ছে এবং ওই সব দেশ থেকে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কিনছে, তখন হাত গুটিয়ে বসে নেই প্রতিবেশী পাকিস্তানও।

অত্যাধুনিক সামরিক অস্ত্র এবং অন্যান্য সামরিক সাজসরঞ্জাম কেনার বিষয়ে পাকিস্তান এবার সরাসরি রাশিয়ার সঙ্গে কথা শুরু করেছে। স্থলসেনার পাশাপাশি পাকিস্তানের বিমান বাহিনীকেও আরো শক্তিশালী করে তুলতে বিশেষ আগ্রহী ইসলামাবাদ। এই জন্য তারা রাশিয়ার সাহায্যপ্রার্থী। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান, ট্যাঙ্কসহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে চায় পাকিস্তান।

সম্প্রতি রাশিয়ার সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগির খান বলেছেন, “দেশের বিমানবাহিনীকে সব দিক থেকে আরো দক্ষ, শক্তিশালী অত্যাধুনিক করে তুলতে আমরা মস্কোর সঙ্গে আলোচনা শুরু করেছি। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পরই আমরা বিষয়টি ঘোষণা করব।”

তবে পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তারা রাশিয়ার কাছ থেকে যুদ্ধাস্ত্র কিনতে বিশেষ আগ্রহী। বিশেষত বিমানবাহিনীকে আরো শক্তিশালী করে তুলতে চায় সরকার। সে জন্য প্রয়োজন অত্যাধুনিক যুদ্ধবিমানসহ নানা অস্ত্র। বিমানবাহিনীর জন্য প্রয়োজনীয় এই সব অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম রাশিয়ার কাছ থেকে কিনতে আগ্রহী পাকিস্তান।

রাশিয়ার তৈরি যুদ্ধবিমান ও বিমানবাহিনীর কাজে ব্যবহৃত অন্যান্য সামরিক সাজসরঞ্জামের কার্যকারিতার ভূয়সী প্রশংসা করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। ট্যাঙ্কের প্রশংসা করে খুররম বলেন, “আমরা রাশিয়ার কাছ থেকে টি-৯০ ট্যাঙ্ক কিনতে চাই।”

তবে শুধুমাত্র সামরিক দক্ষতা নয়, পাকিস্তানের এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে এক চাল। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, মস্কোর সঙ্গে সম্পর্ক মজবুত করতে চায় ইসলামাবাদ। এতে বেকায়দায় পড়তে পারে দিল্লি। কয়েক দশক থেকে মজবুত ভারত-রাশিয়া সম্পর্ককেই আসলে নিশানা করছে পাকিস্তান।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৯, ২০১৮ ৩:৩৮ অপরাহ্ণ