১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৪

টিএসসি থেকে পায়রা চত্বরের পুলিশকে ধাওয়া

নিজস্ব প্রতিবেদক:

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র অদূরে পায়রা চত্বরে অবস্থানরত পুলিশকে ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে।

পায়রা চত্বরে অবস্থানরত পুলিশ সদস্যদের টিএসসি’র সামনে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীরা ধাওয়া করে সরিয়ে দেয়। এর আগে শহবাগ এলাকার দিক থেকে পুলিশ চারুকলার সামনে এসে সাধারণ ছাত্রদের ধাওয়ার চেষ্টা করে। এ সময় কিছু পুলিশ শাহবাগ মোড়ের পুলিশ ব্যারাকে গিয়ে আশ্রয় নেয়। আরো কিছু পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে ভেতরে প্রবেশ করে। তারা টিএসসি অদূরে পায়রা চত্বরে গিয়ে অবস্থান নেয়। এ সময় সাধারণ ছাত্ররা তাদের আবারো ধাওয়া করে সরিয়ে দেয়।

তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মোড়ে মোড়ে কোটা সংস্কার আন্দোলনের সমর্থক সাধারণ ছাত্রদের অবস্থান করতে দেখা গেছে। শাহবাগ মোড় সকাল থেকেই বিক্ষুদ্ধ ছাত্রদের দখলে রয়েছে। সেখানে তাদের অবস্থান চলছে, থেমে থেমে শ্লোগান, দেশাত্মকবোধক গান ও লাগাতার বক্তৃতা চলছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৯, ২০১৮ ৩:১৫ অপরাহ্ণ