২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৯

৫ দফা দাবি নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক:

৫ দফা দাবি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলতে যাচ্ছেন আন্দোলনকারীদের ২০ জন। বিকাল সাড়ে ৪টায় সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার দুপুর আড়াইটার দিকে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক হাসান আল মামুন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের মধ্যে থেকে ১০ জন ছেলে ও ১০ জন মেয়ে যাচ্ছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলতে। আমরা বৈঠক করে এসে সিদ্ধান্ত জানাব। তার আগ পর্যন্ত আন্দোলন চলবে।

সরকারের প্রতিনিধি হিসেবে ওবায়দুল কাদেরকে আন্দোলনরতদের সঙ্গে আলোচনা করার দায়িত্ব দেয়া হয়েছে বলে আগেই জানিয়েছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

আওয়ামী লীগের দফতর থেকে জানানো হয়েছে, ওবায়দুল কাদের আন্দোলনরত ২০ জনকে ডেকেছেন আলোচনা করার জন্য।

উল্লেখ্য, সরকারি চাকরিতে নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বেশ কিছু দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। এর ধারাবাহিকতায় রোববার দুপুরে তারা শাহবাগে অবস্থান নিলে রাতে পুলিশ তাদের লাঠিপেটা করে এবং রবার বুলেট-কাঁদানে গ্যাস ছুড়ে সরিয়ে দেয়।

কিন্তু এর পর বিক্ষোভ আর সংঘাত ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। রাত দেড়টা থেকে ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলা চালিয়ে ভ্যাপক ভাঙচুর করা হয়।

রাত থেকে সোমবার সকাল পর্যন্ত দফায় দফায় হামলা ও নির্যাতনের মুখে পিছু হটার পর বেলা ১১টার দিকে ক্যাম্পাসে অবস্থান নেয় কোটা সংস্কারে দাবিতে আন্দোলনকারীরা।

তারা দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরপর সেখান থেকে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগ ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশে মিলিত হন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৯, ২০১৮ ৩:৫৪ অপরাহ্ণ