১৯শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:০৪

মাধুরীর নায়ক রণবীর

বিনোদন ডেস্ক:

রণবীর কাপুর যে মাধুরীর কতো বড় ভক্ত তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির আইটেম গান ‘ঘাঘড়া’তে একসঙ্গে পা মিলিয়েছেন তারা। যেখানে এই জুটির রসায়ন ব্যাপক প্রশংসিত হয়েছিলো।

শোনা যাচ্ছে- রূপালি পর্দায় আরও একবার দেখা যাবে মাধুরী-রণবীরের রসায়ন। তবে এবার কোনো আইটেম গান নয়, ছবিতে একসঙ্গে কাজ করবেন তারা। নিজের প্রযোজিত মারাঠি ছবি ‘বাকেট লিস্ট’ নিয়ে ব্যস্ত রয়েছেন মাধুরী। আর সে ছবিতেই নাকি বলিউডের এই অভিনেত্রীর সঙ্গে দেখা যাবে রণবীরকে। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

রণবীরের একটি ঘনিষ্ঠসূত্র জানান, মাধুরীর সঙ্গে ‘বাকেট লিস্ট’-এ অভিনয়ের জন্য এরই মধ্যে সম্মতি জানিয়েছেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’খ্যাত এই তারকা। শুধু রণবীর নয়, বলিউডের জনপ্রিয় প্রযোজক-পরিচালক করণ জোহরকেও দেখা যাবে ‘বাকেট লিস্ট’-এ।

প্রকাশ :এপ্রিল ৯, ২০১৮ ১২:২৫ অপরাহ্ণ