১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২০

দীপিকার সঙ্গে ধোনি-রোহিতদের নাচ

বিনোদন ডেস্ক:

পেশাদারির কারণে একজন ক্রিকেটারকে কত কিছুই না করতে হয়, পা মেলাতে হয় নামিদামি তারকার সঙ্গেও। এবার বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোনের সঙ্গে নাচতে দেখা গেল মহেন্দ্র সিং ধোনি-রোহিত শর্মাদের। একটি বিজ্ঞাপনের কাজ সেরেছেন দীপিকা-ধোনি-রোহিত। দৃশ্যের প্রয়োজনে শুটিংয়ে নাচতে হয় এ ত্রয়ীকে। সোশ্যাল মিডিয়ায় তাদের নাচ ভাইরাল হয়ে গেছে। ক্রিকেট-রসিকদের মধ্যে তা ব্যাপক সাড়া ফেলেছে।

ভিডিওতে ধোনি-রোহিতের পাশাপাশি রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্র্যাভো, হার্দিক পান্ডিয়াকেও নাচতে দেখা গেছে। দুই ভুবনের বাসিন্দাদের নাচ বেশ জনপ্রিয় হয়েছে। সবাই নজর কেড়েছেন। সোনালি পোশাকে দারুণ দেখিয়েছেন দীপিকা। কম যাননি ধোনিরা। দেখিয়ে দিয়েছেন, নাচে তাদের দক্ষতা কোনো অংশে কম নয়।

দীপিকার সঙ্গে ধোনির প্রেমের সম্পর্ক ছিল-একসময় এ নিয়ে গুঞ্জন চাউর হয়েছিল। তবে এর সত্যতা কতটুকু, সেই সম্পর্কে কিছু জানা যায়নি। বেশ সুখেই দাম্পত্য জীবন পার করছেন ভারতীয় সাবেক অধিনায়ক। কিছু দিনের মধ্যে দীর্ঘদিনের প্রেমিক বলিউড হার্টথ্রব রণবীর সিংকে বিয়ে করছেন দীপিকা বলে শোনা যাচ্ছে।

প্রকাশ :এপ্রিল ৯, ২০১৮ ১২:০৮ অপরাহ্ণ