১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৩

চাংকি কন্যার বলিউড মিশন শুরু

বিনোদন ডেস্ক :

বলিউডের অন্যতম সাড়া জাগানো সিনেমা স্টুডেন্ট অব দি ইয়ার। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমার মাধ্যমে বলিউডে পথ চলা শুরু হয় বরুণ ধাওয়ান, আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার।

গত বছরের শেষ দিকে স্টুডেন্ট অব দি ইয়ার-টু নির্মাণের ঘোষণা দেন নির্মাতা করন জোহর। সঙ্গে এও জানান, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে থাকবেন টাইগার শ্রফ। তবে নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো ঘোষণা দেননি এ নির্মাতা। তবে গুঞ্জন শোনা গিয়েছিল, অভিনেতা চাংকি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে ও তারা সুতারিয়াকে দেখা যেতে পারে।

এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার নায়িকা চরিত্রে অন্যন্যা পান্ডেকে চূড়ান্ত করা হয়েছে। রোববার থেকে ভারতের দেহরাদুনে স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমার শুটিং শুরু হচ্ছে। শুটিংয়ের জন্য ইতোমধ্যে মুম্বাই ছেড়েছেন টাইগার শ্রফ। এছাড়া সম্প্রতি সিনেমাটির পরিচালক ও অনন্যা পান্ডেকে বিমানবন্দরে দেখা গেছে।

জানা গেছে, ভারতের দেহরাদুন, মৌসুরী ও রিশিকেশে দুই মাসব্যাপী এই সিনেমার শুটিং হবে। এরপর দিল্লিতে ফিরবে সিনেমাটির টিম। সেখানে এক সপ্তাহ শুটিং হবে। এছাড়া মুম্বাই ও পুনেতে এর শুটিং হওয়ার কথা রয়েছে। স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমাটি পরিচালনা করবেন পুনিত মালহোত্রা। এটি প্রযোজনা করছেন করন জোহর। চলতি বছর ২৩ নভেম্বরে সিনেমাটি ‍মুক্তির কথা রয়েছে।

প্রকাশ :এপ্রিল ৯, ২০১৮ ১১:২৯ পূর্বাহ্ণ