২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৫

৩৮ টাকা কেজিতে চাল ও ২৬ টাকা কেজিতে ধান কিনবে সরকার

অর্থনীতি ডেস্ক:

চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ৩৮ টাকা কেজিতে চাল ও ২৬ টাকা কেজিতে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া আতপ চাল ৩৭ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে।

আজ রবিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

ধানের উৎপাদন খরচের চেয়ে ২ টাকা এবং চাল উৎপাদন খরচের চেয়ে ৩ টাকা বেশি ধরে এবার ধান ও চাল সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, আগামী ২ মে থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে এবং শেষ হবে আগামী ৩১ আগস্ট। বর্তমানে সরকারের ঘরে ১২ লাখ ৯৭ হাজার ৮৪৭ মেট্রিক টন খাদ্যশষ্য মজুত রয়েছে।

তিনি বলেন, ২০ বছরের মধ্যে এখন দেশে সর্বোচ্চ খাদ্যের মজুদ রয়েছে। এ বছর বোরো ধানের বাম্পার ফলন হবে বলে আশা করছি।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছর বোরো মৌসুমে ৩৪ টাকায় চাল, ২৪ টাকায় ধান এবং ২৮ টাকা কেজি দরে গম কিনেছিল সরকার। সে হিসেবে গত বছর থেকে এবার সরকার ৪ টাকা বেশি দরে চাল ও ২ টাকা বেশি দরে কৃষকদের থেকে ধান ক্রয় করবে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৮, ২০১৮ ৩:২৯ অপরাহ্ণ