১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৩

ভূমিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা দুর্নীতি মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা (ভূমিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা) কুতুব উদ্দিন আহমেদ ওরফে ভূমি কুতুবকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্তথ্য নিশ্চিত করেছেন।

ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি গুলশান এলাকায় ১০ কাঠা জমি অবৈধভাবে আত্মসাত করেছেন। দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল ইসলাম বাদী হয়ে গুলশান মডেল থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া কুতুব উদ্দিনের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল, বিভিন্ন ব্যক্তির মালিকানাধীন জমি হাতিয়ে নেওয়াসহ কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্ত চলছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৮, ২০১৮ ৪:০৭ অপরাহ্ণ