১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৬

আবার যাত্রী নিয়ে উড়বে সুপারসনিক প্লেন

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক

অতীতে যাত্রী নিয়ে শব্দের চেয়েও দ্রুতগতিতে ওড়ার ‘সুপারসনিক’ বাণিজ্যিক প্লেন বলতে কনকর্ডকেই বোঝানো হতো। তবে বেশ কয়েক বছর যাত্রীদের সেবা দেওয়ার পর সে প্রকল্প বন্ধ করে দেওয়া হয়। এবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ফের সে ধরনের সুপারসনিক প্লেন তৈরির উদ্যোগ নিয়েছে।

এবার সুপারসনিক এই বিমান তৈরি করছে নাসা। এটি তৈরির জন্য নাসার সঙ্গে চুক্তি হল লকহিড মার্টিনের।

নাসা আশা করছে, এই বিমানের হাত ধরেই একসময় যাত্রীবাহী বিমানও ছুটবে শব্দের থেকে বেশি গতিবেগে। গত মাসেই এই প্রজেক্টের আর্থিক বরাদ্দ স্থির করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাধারণত সুপারসনিক বিমানগুলো সাধারণ গতি থেকে যখন শব্দের চেয়ে বেশি গতি অর্জন করে তখন একধরনের তীব্র শব্দ হয়, যার নাম সনিক বুম। তবে এবার সনিক বুম নামে ওই বিশেষ আওয়াজ ছাড়াই চলবে এই সুপার বিমান।

বিমানটি তৈরি ও পরীক্ষা করার জন্য বরাদ্দ করা হয়েছে ২৪৭.৫ মিলিয়ন ডলার। ২০২১ সালে প্রথম এই বিমান ওড়াবে নাসা।

জানা গেছে, এর গতি হবে ১৫১৩ কিলোমিটার প্রতি ঘণ্টা। ২০২২ সালের আমেরিকার বিভিন্ন প্রান্তে এই বিমান ওড়াতে চায় এই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।

দৈনিক দেশজনতা/ টি এইচ

 

 

প্রকাশ :এপ্রিল ৮, ২০১৮ ৩:১৮ অপরাহ্ণ