১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১২

কোহলির জন্য বিশেষ পরিকল্পনা: কার্তিক

স্পোর্টস ডেস্ক:

মাঠে গড়িয়েছে আইপিএলের এগারোতম আসর। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মুখোমুখি হবে আসরের অন্যতম শক্তিশালী দু’টি দল কোলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। এবার গৌতম গম্ভীরের পরিবর্তে দীনেশ কার্তিকের নেতৃত্বে মাঠে নামছে কলকাতা। অন্যদিকে, এরই মধ্যে পূর্ণ প্রস্তুতি শেষ করেছে কোহলির বাঙ্গালোর।

কোহলি-ডেভিলিয়ার্সদের বিপক্ষে ম্যাচ দিয়ে নেতৃত্বের শুরু, এ প্রসঙ্গে কোলকাতার অধিনায়ক বলেন, ‘নিশ্চয়ই আইপিএলে অধিনায়কত্ব নতুন চ্যালেঞ্জ। আমি সেই চ্যােলঞ্জ নিতে প্রস্তুত। নতুন দল। আমাদের আবার নতুনভাবে শুরু করতে হবে। কিছুটা চাপ যে থাকবে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে বাস্তবের মাটিতে পা রেখে আমরা ম্যাচগুলো উপভোগ করতে চাই।’

দুর্দান্ত কোহলিকে নিয়ে দলের প্রস্তুতি প্রসঙ্গে কার্তিক আরও বলেন, ‘অবশ্যই বিরাটের জন্য স্পেশাল প্ল্যান থাকবে। ওর মতো ম্যাচ উইনারকে তাড়াতাড়ি আউট করাটাই আমাদের প্রধান লক্ষ্য। বিপক্ষের প্রত্যেক ক্রিকেটারের জন্যও পরিকল্পনা করতে হবে। সেরাটা দিতে হবে। ম্যাচে পরিস্থিতি অনুযায়ী প্ল্যান বদলাতে হবে।’

উল্লেখ্য, রবিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে যার প্রভাব ব্যাপক। ডাকওয়ার্থ-লুইস নিয়মে প্রত্যেক দলই রান তাড়া করতে চায়। দীনেশ কার্তিকও ব্যতিক্রমী নন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৮, ২০১৮ ১২:৪৫ অপরাহ্ণ