১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২২

আমিনুল হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে আলোচিত গার্মেন্টস শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যা মামলায় মোস্তাফিজুর রহমানকে নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালত।

আজ বেলা ১১টার দিকে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান শিকদার এ রায় ঘোষণা করেন।

রায়ে দণ্ডিত মোস্তাফিজুর রহমান (২৩) মাগুরা জেলার কাদিরপাড়া (পূর্বপাড়া) এলাকার সমসের কারিগরের ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুলতান উদ্দিন উপস্থিত ছিলেন। তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৮, ২০১৮ ১২:৪৪ অপরাহ্ণ