ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পৌরসদর দশদোনা গ্রামের (নিমতলি) বাজারে অগ্নিকাণ্ডে ১ টি দোকান পুঁড়ে ছাই হয়ে গেছে, এতে ৪/৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২ টা সময়ে উপজেলার দশদোনা গ্রামের বাজারে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় আগুন পুড়া দোকানের মধ্যে ছিল মুদির মাল এর দোকান। এতে ফিজ,টিভি,সহ সকল মালা মাল পুড়ে যায়।
এলাকাবাসী জানান, এতে ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ৪/৫ লক্ষ টাকা। তবে কিভাবে আগুন লেগেছে তার সঠিক কারণ কেউ বলতে পারেনি। তবে এলাকাবাসি ধারনা বিদ্যুত থেকে এই অগ্নিকান্ড ঘটেছে।
এই ব্যাপারে বাঞ্ছারামপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, আমাদের বাজারে আনুমানিক রাত ২ টায় আগুন লাগে। খবর পেয়ে আমি ফায়ার সার্ভিসকে ফোন করলে এসে আগুন নিয়ন্ত্রন করেন। এতে ১ টি দোকান পুঁড়ে ছাই হয়ে গেছে। যাতে প্রায় ৪/৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

