মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে হাসপাতালে নেয়ার পর তাঁর সঙ্গে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে উপস্থিত হয়েছিলেন তাঁর ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও তার মেয়ে জাফিয়া রহমান।
আজ শনিবার সাড়ে ১১টায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগার থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয় বেগম খালেদা জিয়াকে। এর কিছুক্ষণ পরপরই হাসপাতাল ফটকে আসেন কোকোর স্ত্রী ও মেয়ে। তবে তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি পাননি। বেগম খালেদা জিয়াকে কারাগারে ফেরৎ নেয়ার আগে পর্যন্ত তারা সেখানে অপেক্ষা করেন।
একই সময়ে হাসপাতালে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। হাসপাতাল ফটকেই পুলিশ তাকে বাধা দেয়। ফলে তিনি ভেতরে ঢুকতে পারেননি।
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা ঘিরে হাসপাতাল প্রাঙ্গণে নিরাপত্তা কড়াকড়ি ছিল। বিএসএমএমইউ প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষীবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল।
এদিকে নিরাপত্তাকর্মীদের দৃষ্টি এড়িয়ে আগে থেকেই হাসপাতালের বিভিন্ন ফটক দিয়ে কেবিন ব্লকের সামনে ঢুকে পড়েন বিএনপির অনেক নেতাকর্মী। বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতাল চত্বরে তারা মিছিলের চেষ্টা করলে পুলিশ লাঠি-চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
হাসপাতালে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য তার থেকে রক্ত নেয়া হয়েছে। দুপুর পৌঁনে ১টায় তাঁকে কেবিন থেকে নেয়া হয় রেডিও ইমাজিং বিভাগে। এখানে বেগম খালেদা জিয়ার এক্স-রে করা হয়।
দৈনিক দেশজনতা /এন আর