বিনোদন ডেস্ক:
বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী উৎসবে শামিল হচ্ছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। বৈশাখী আয়োজনে একটি নৃত্যনাট্য নিয়ে হাজির হচ্ছেন এ তারকা। নাম ‘নকশী কাঁথার মাঠ’। রাহিজা খানম ঝুনুর পরিচালনায় প্রথম গীতিনাট্য এটি। এ গল্পের কেন্দ্রীয় চরিত্র সাজু-তে অভিনয় করেন সাদিয়া ইসলাম মৌ।
এ নৃত্যনাট্যের তিনশ’রও অধিক মঞ্চায়নে অভিনয় করেছেন তিনি। শুধু দেশেই নয়, দেশের বাইরে ভারতের বিভিন্ন প্রদেশে, জাপান, কোরিয়াতেও এ নৃত্যনাট্যের মঞ্চায়ন হয়েছে। বিটিভিতে বিভিন্ন সময় এর খণ্ডাংশ প্রচার হয়েছে। তবে এবারই প্রথম পুরো নৃত্যনাট্যটি নিয়ে আগামী পহেলা বৈশাখে দর্শকের সামনে উপস্থিত হবে মৌ। এরই মধ্যে বিটিভির নিজস্ব স্টুডিওতে নৃত্যনাট্যটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
এতে পারফর্ম প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘দিন যতই যাচ্ছে ততই আমি সাজুকে আরও বেশি বুঝতে পারি, আমার মধ্যে তাকে আমি আরও বেশি ধারণ করতে পারি। চরিত্রের অনেক গভীরে প্রবেশ করতে পারি। যখন আমি ছোট ছিলাম, তখন বারবার আমার মনে হতো শেষ দৃশ্যে যেন সত্যিই আমার কান্না আসে। এ কান্নার জন্যই আমি প্রার্থনা করতাম। আর এখন সুঁইটা হাতে নিলেই দু’চোখ দিয়ে অনবরত আমার পানি চলে আসে।’ ‘নকশী কাঁথার মাঠ’-এর কাহিনী পল্লী কবি জসীমউদ্দীনের। এতে প্রধান সখীরূপে থাকবেন ফারহানা খান তান্না। নৃত্যনাট্যটি পহেলা বৈশাখে বিটিভিতে প্রচার হবে।
দৈনিকদেশজনতা/ আই সি