১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৩

শ্রাবন্তীর প্রশংসায় সোহম

বিনোদন ডেস্ক :

অমানুষ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন টলিউড অভিনয়শিল্পী সোহম চক্রবর্তী ও শ্রাবন্তী চ্যাটার্জি। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির জন্য দর্শকের ব্যাপক প্রশংসা কুড়ান তারা।

এর পরের বছর ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ সিনেমায় একসঙ্গে পর্দায় হাজির হন সোহম-শ্রাবন্তী। সর্বশেষ ‘জিও পাগলা’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে এ জুটিকে। ‘পিয়া রে’ সিনেমায় আবারো জুটি বেঁধে রুপালি পর্দায় হাজির হতে যাচ্ছেন সোহম-শ্রাবন্তী। গতকাল সিনেমাটির অফিশিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন অভিমন্যু মুখার্জি।

সিনেমাটির পোস্টার প্রকাশের পর ভারতীয় একটি সংবাদমাধ্যমে সোহম চক্রবর্তী বলেন, ‘মধ্যবিত্ত পরিবারের দুজন তরুণ-তরুণী তাদের স্বপ্ন পূরণের জন্য যে কঠোর পরিশ্রম করে তারই গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। প্রথমবারের মতো অভিমন্যুর সঙ্গে কাজ করলাম। এটা বলতেই হবে যে, সে খুবই ভালো একটি কাজ করেছে। ’চিত্রনায়িকা শ্রাবন্তীর প্রশংসা করে তিনি বলেন, ‘শ্রাবন্তীর সঙ্গে এটি আমার পঞ্চম সিনেমা। আমি মনে করি, টলিউডে সেরা অভিনেত্রীদের একজন শ্রাবন্তী। শুটিংয়ের সময় যদি কোনো দৃশ্যে আমার ভুল হয় সঙ্গে সঙ্গে তা ঠিক করে দেয় শ্রাবন্তী। ’আগামী মে মাসে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

প্রকাশ :এপ্রিল ৭, ২০১৮ ১০:২৫ পূর্বাহ্ণ