১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩২

সালমানের জন্য খারাপ লাগছে শোয়েবের

স্পোর্টস ডেস্ক:

হরিণ শিকার মামলায় বলিউড সুপারস্টার সালমান খানের পাঁচ বছরের জেল হওয়ায় মর্মাহত তার বন্ধু পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। তার মতে, এটা কঠোর শাস্তি।

শোয়েব টুইটারে বলেন, ‘আমার বন্ধু সালমানের পাঁচ বছরের সাজা হওয়ায় খুবই খারাপ লাগছে। কিন্তু আইন আইনের পথে চলেছে। ভারতের আদালত যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে আমি শ্রদ্ধা জানাই। তিনি বলেন, আমার মনে হচ্ছে শাস্তিটা একটু কঠোর হয়ে গেছে। সালমানের পরিবার ও ভক্তদের জন্য আমার সহানুভূতি রইল। আমার দৃঢ় বিশ্বাস, সালমান শিগগির ছাড়া পেয়ে যাবে।’ ওয়েবসাইট।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :এপ্রিল ৭, ২০১৮ ১০:০৫ পূর্বাহ্ণ