১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪২

পবিত্র মক্কায় ফুটবল খেলোয়াড় পল পগবা

স্পোর্টস ডেস্ক:

বিশ্বের অন্যতম  ব্যয়বহুল ফুটবল খেলোয়াড় পল পগবা ইসলাম ধর্মের  তীর্থস্থান মক্কা নগরী ভ্রমণ করেছেন।  ছবি আদান প্রদানের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টগ্রামে কাবা ঘর জিয়ারতের ছবি প্রকাশ করেছেন এ ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। কয়েকদিন আগে ইউরো লীগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে জয় এনে দিয়েছিলেন পল পগবা।

ছবিতে দেখা যায়,  কালো গিলাফে আবৃত কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছেন এ ফরাসি ফুটবলার।  এ সময় তাঁকে উমরাহ পালনের সাদা পোষাক পরিধান অবস্থায় দেখা যায়।   টুইটারে পবিত্র ক্বাবা ঘরের সাথে একটি সেলফিও প্রকাশ করেন তিনি। “আমার জীবনের সবচেয়ে সুন্দর কিছু দেখেছি”, পগবা তাঁর পোস্টে লিখেছেন। এতে তিনি গত শনিবার থেকে শুরু হওয়া রমজান মাস উপলক্ষ্যে অভিবাধনও জানান। তিনি ওমরাহ পালনের একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে পবিত্র কুরআনের সূর ভেসে আসছিল পিছন থেকে।     ২২ মে,   ম্যানচেস্টার এরিনায় এক কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় ২২ জনকে হত্যা নিহত হয়।  এর দুই দিন পর, পগবার দুই গোলে ম্যানচেস্টার ইউনাইটেড ইউরো লীগের ফাইনালে অ্যাজাক্সকে ২-০ ব্যবধানে পরাজিত করে। এ ম্যাচের মাধ্যমে কনসার্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা বলেছিলেন পগবা বিটি স্পোর্টসকে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৩০, ২০১৭ ১২:৫১ অপরাহ্ণ