১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৪

আইসক্রিমের দোকানে আত্মঘাতী হামলায় নিহত ১৩

অনলাইন ডেস্ক :
ইরাকের রাজধানী বাগদাদের একটি জনপ্রিয় আইসক্রিমের দোকানে সোমবার (২৯ মে) রাতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৩ নিহত এবং ৩০ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে বাগদাদের কেন্দ্রীয় জেলা কারাদাতে এ হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস এ হামলার দায় স্বীকার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে বিস্ফোরণ পরবর্তী মানুষের আতঙ্ক দেখা গেছে। পবিত্র রমজান মাসের শুরুতেই মুসলিমদের ওপর এ হামলা চালানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা আইসক্রিমের দোকানটিতে ইফতার করতে ও ইফতারের পর খাওয়া-দাওয়া করতে জড়ো হন। আইএসের নিজস্ব ওয়েবসাইট আমাকে হামলার দায় স্বীকার করে বলা হয়েছে তারা সেখানে শিয়াদের টার্গেট করেছিলো। আইএসের মতো জঙ্গি সংগঠনগুলো শিয়াদের মুসলিম বলেও স্বীকৃতি দেয় না। সূত্র: আল-জাজিরা
দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :মে ৩০, ২০১৭ ১২:৪৮ অপরাহ্ণ