স্পোর্টস ডেস্ক:
২০১১ বিশ্বকাপ ফাইনালের সেই মুহূর্ত নিশ্চয় ক্রিকেটপ্রেমীদের মনে থাকার কথা। নুয়ান কুলাসেকারাকে গ্যালারিতে পাঠিয়ে এমএস ধোনি ২৮ বছর পর ভারতকে উপহার দিলেন বিশ্বকাপ। ১৯৮৩ সালে কপিল দেব প্রথম বিশ্বকাপ এনে দিয়েছিলেন ভারতকে। মাঝে ২০০৩ বিশ্বকাপে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত পৌঁছেছিল ফাইনালে। সেবার অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ‘টিম ইন্ডিয়া’কে। ২০০৭ বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল ভারতের। রাতের অন্ধকারে পুলিশ পরিবৃত হয়ে দেশে ফিরতে হয়েছিল ভারতকে।
সেদিনই ধোনি শপথ নিয়েছিলেন ২০১১ বিশ্বকাপে কিছু একটা করে দেখাবেন। দেশের মাটিতে সেই বিশ্বকাপে ধোনি স্বপ্ন সত্যি করেছিলেন। ফাইনালে ধোনির ব্যাট থেকে এসেছিল ম্যাচ জেতানো ইনিংস। সেই ব্যাটই এখন বিশ্বের সবচেয়ে দামি। ২০১১ বিশ্বকাপের পর ধোনির সেই বিশ্বকাপ জেতানো ব্যাট লন্ডনে সমাজসেবামূলক অনুষ্ঠানে বিক্রি হয়েছিল এক লাখ পাউন্ডে। ২০১১ সালে ধোনির সেই ব্যাট কিনেছিল আরকে গ্লোবাল শেয়ার্স অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড (ইন্ডিয়া)। ওয়েবসাইট।
দৈনিকদেশজনতা/ আই সি