চট্টগ্রাম প্রতিবেদক:
চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী এলাকায় এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের পর শ্মশানে লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় তিন আসামিকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর ভারপ্রাপ্ত বিচারক বেগম রোকসানা পারভীন এ রায় দেন।
দণ্ডিত আসামিরা হলেন- সুজন কুমার দাশ, সমীর দে এবং যদু ঘোষ।
এদের মধ্যে গ্রেফতার সুজন কুমার দাশকে রায় ঘোষণার সময় আদালতে হাজির করা হয়। এ মামলার অন্য দুই আসামি পলাতক।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম সেন্টু বলেন, ধর্ষণের পর খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন। ১৮ বছর বয়সী ওই তরুণীর লাশ শ্মশানে পুড়িয়ে ফেলা হয়েছিল।
২০১১ সালের জুনে পাহাড়তলি থানার দক্ষিণ কাট্টলী এলাকার শ্মশান থেকে ওই তরুণীর পোড়া লাশ উদ্ধার করা হয়।
দৈনিক দেশজনতা /এন আর