১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৮

ফিজকে নিয়ে ভিডিও মুম্বাই ইন্ডিয়ান্স এর

স্পোর্টস ডেস্ক:

এবারের আসরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মোস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়েই শুরু হবে জমজমাট টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।

চলতি আসরে মোস্তাফিজুর রহমান মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলায় অংশ নিতে এরই মধ্যে মুম্বাইয়ে পৌছে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

বাংলাদেশি কাটার মাস্টারকে পেয়ে ভীষণ খুশি মুম্বাই শিবির। মোস্তাফিজের যোগ দেয়ার বিষয়টিকে বাংলায় ‘ভালো খবর’ হিসেবে নিজেদের ফেসবুক পেজে উল্লেখ করেছে তারা। যেখানে একটি ভিডিওতে ‘চেক-ইন’ দিয়েছেন মোস্তাফিজ।

মুম্বাই শিবিরে যোগ দেয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোস্তাফিজ বাংলা ইংরেজি মিশিয়ে বলেছেন, ‘ফার্স্ট ইয়ার, নিউ টিম (নতুন দলে প্রথম বছর)। অনেক ভালো লাগছে। আশা করি আমার এই ভালো লাগাটা সামনে আরও বেশি এগিয়ে নিতে পারবো।’

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৪, ২০১৮ ৮:০৬ অপরাহ্ণ