১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৩

আইপিএল বন্ধের দাবিতে আদালতে মামলা

স্পোর্টস ডেস্ক: 

আইপিএল বন্ধের দাবি করে ভারতের আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আইপিএল ঠিকঠাক ব্যবস্থাপনায় হচ্ছে না এবং ভারতের টি২০ ভিত্তিক এই লিগে বুকি তথা বেটিং এর কারণে ম্যাচ ফিক্সিং এবং ঘুষ নেওয়ার ঘটনা প্রায়ই ঘটছে অভিযোগ করে মামলাটি করেছেন এক ভারতীয়। সম্পখ কুমার নামের এই ভারতীয় পুলিশের একজন আইপিএস অফিসার।

আদালতে তিনি জানিয়েছেন, আইপিএলে প্রচুর পরিমাণে বেটিং এবং ম্যাচ ফিক্সিং হয়। সেগুলি বন্ধ করতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে বিসিসিআইকে। তারপরই যেন আইপিএলের ম্যাচ আয়োজিত হয়। শুধু বোর্ড নয়, মামলায় আইপিএলের বাকি আটটি দলের নামও যুক্ত করা হয়েছে। অভিযোগে তিনি জানিয়েছেন, তদন্তকারী অফিসার হিসেবে এর আগে তিনিই আইপিএল বেটিং চক্র ফাঁস করেছিলেন। তাই এখনই বিসিসিআইয়ের উচিত আইপিএলের ম্যাচ আয়োজন বন্ধ করে দেওয়া উচিত। যতক্ষণ না বেটিং বা ম্যাচ ফিক্সিং রুখতে ভারতীয় বোর্ড কোনও ব্যবস্থা না গ্রহণ করছে ততদিন যেন এই টুর্নামেন্ট আয়োজনের উপর স্থগিতাদেশ দেয় আদালত। তবে তিনি যে আইপিএলে পুরোপুরি বন্ধের পক্ষে না, সেকথাও জানাতে ভোলেননি।

তবে অনেকে আবার সম্পথ কুমার নামে এই আইপিএস অফিসারের অভিযোগ নিয়েই প্রশ্ন তুলছে। কারণ এর আগে ২০১৩ সালে আইপিএলের বেটিং কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বুকিদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছিল। পরে অবশ্য তাঁর উপর থেকে অভিযোগ উঠে যাওয়ায় দায়িত্বে পুনর্বহাল করা হয় রাম সম্পথকে। আদালত ইতিমধ্যে জনস্বার্থ মামলাটি গ্রহণ করেছে। ‌‌

দৈনিক দেশজনতা /এন আর

 

 

 

প্রকাশ :এপ্রিল ৪, ২০১৮ ৫:৩০ অপরাহ্ণ