রাবি প্রতিনিধি:
পারিবারিক শত্রুতার জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ছাত্রলীগের নেতাকর্মীরা।
গতকাল মঙ্গলবার দুপুর দুইটার দিকে রাজশাহী নগরীর বন্ধ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কামাল হোসেন। তার বাড়ি নেত্রকোনা জেলায়।
কামালের দাবি, মারধরকারীদের মধ্যে একজন হলেন- রামেক শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান সাজু। সাজুর বাড়িও নেত্রকোনায়। পারিবারিক শত্রুতার জের ধরে সাজু ওরফে সাজু বাঙালী ৫-৬ জন যুবককে সঙ্গে নিয়ে কামালকে মারপিট করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গেই বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে কামালকে দেখতে যাই। কামালের সঙ্গে কথা বলে জানতে পারি- মারধরকারী ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফের সঙ্গে তাদের পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। পারিবারিক দ্বন্দ্বের কারণেই কামালকে মারধর করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখব। তারপর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
দৈনিক দেশজনতা/ টি এইচ