১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪২

রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শনে আসছেন মিয়ানমারের ত্রাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক:

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শনে মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী ড. উইন মিয়াত আয়ে আগামী ১১ এপ্রিল বাংলাদেশ সফরে আসছেন। এ ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে। আন্তর্জাতিক উপদেষ্টা মন্ডলীর একটি দল মিয়ানমারের মন্ত্রীর বাংলাদেশে সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটির সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি নে উইন বলেন, বাংলাদেশে যাওয়ার জন্য তারিখ জমা দেয়া হয়েছে। কিন্তু ওই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আমার ধারণা, সম্ভাব্য তারিখ ১১ এপ্রিল হতে পারে।

উপদেষ্টা বোর্ডের সদস্য ও সাবেক থাই ডেপুটি প্রধানমন্ত্রী সুরাকিয়ার্ট সাথিরাথাই বলেন, ইতোমধ্যে ৭০০ রোহিঙ্গার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা খুব শিগগিরই দেশটিতে ফেরত যাবে।

এদিকে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের পরিত্যক্ত জমিতে আবাস গড়ে তুলতে বাংলাদেশের বেশ কয়েকটি বৌদ্ধ পরিবার সীমান্ত পাড়ি দিয়েছে বলে জানা গেছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৪, ২০১৮ ৫:৪৪ অপরাহ্ণ