১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৫

সেভিয়ার বিপক্ষে বায়ার্নের জয়

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে সেভিয়াকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন। ৩২তম মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকরা। বাঁ-দিক থেকে স্বদেশি ডিফেন্ডার সের্হিও এসকুদেরোর ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে লক্ষভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার সারাবিয়া।এর পাঁচ মিনিট পর ৩৭তম মিনিটে সৌভাগ্যপ্রসূত গোলে সমতায় ফেরে বায়ার্ন।

দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যেতে পারতো সেভিয়া; তবে আর্জেন্টাইন মিডফিল্ডারের প্রচেষ্টা শেষ মুহূর্তে রুখে দেন হাভি মার্তিনেস। ৬৬তম মিনিটে স্প্যানিশ এই মিডফিল্ডারেরই ভলি ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক সোরিয়া।

৬৮তম মিনিটে দ্বিতীয় গোলে এগিয়ে যায় বায়ার্ন। ফরাসি মিডফিল্ডার রিবেরির ক্রসে থিয়াগো আলকান্তারার হেডে বল এসকুদেরোর পায়ে লেগে জালে জড়ায়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৪, ২০১৮ ১২:০৪ অপরাহ্ণ