স্পোর্টস ডেস্ক:
আজ অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসের ২১তম আসরের পর্দা উঠবে। ৭১ দেশের প্রায় প্রায় তিন হাজার অ্যাথলেট ১৯ ডিসিপ্লিনে ২৭৫টি ইভেন্টে লড়াই করবেন।
বিশ্বের অন্যতম বড় এই ক্রীড়াযজ্ঞে ৬ ডিসিপ্লিনে অংশ নিবে বাংলাদেশ। ১৮ সদস্যের শুটিং দল অংশ নিচ্ছে এই আসরে। যেখানে রয়েছেন মোট ১২ জন শুটার, ৬ জন কর্মকতা। সাঁতার দলে তিন সাঁতারু আরিফুল ইসলাম, মাহমুদুন নবী নাহিদ ও নাজমা খাতুন। বক্সিং দলে দুই বক্সার রবিন মিয়া ও মোহাম্মদ আল-আমিন। ভারোত্তোলন দলটা ছয় সদস্যের।
কোচ বিদ্যুৎ কুমার রায়ের সঙ্গে খেলোয়াড় হিসেবে রয়েছেন মাবিয়া আক্তার সীমান্ত, জহুরা খাতুন, ফুলপতি চাকমা, ফাহিমা আক্তার ময়না ও শিমুল কান্তি সিং। তিন সদস্যের কুস্তি দলের দুই অ্যাথলেট হলেন আল আমজাদ, শিরিন সুলতানা। অ্যাথলেটিক্স দলে আছেন মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার। দুজনেরই এটি দ্বিতীয় কমনওয়েলথ গেমস।
ছয় ডিসিপ্লিনে অংশ নিলেও শুটিংকে ঘিরেই প্রত্যাশা সবার। অতীতেও এই গেমসে শুটিং থেকে এসেছে স্বর্ণ পদক। সর্বশেষ গ্লাসগো কমনওয়েলথ গেমসে রৌপ্য জিতেন শুটার আবদুল্লাহ হেল বাকী। এবারও তাই শুটিং দলকে নিয়ে থাকছে প্রত্যাশা। আজ আসর শুরু হলেও শুটিংয়ে বাংলাদেশ দল রেঞ্চে নামবে আগামী শনিবার।
দৈনিকদেশজনতা/ আই সি