১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১১

টঙ্গীতে তুলার গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে একটি মিলের তুলার গুদামে আগুন লেগেছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় বিশ্ব ইজতেমা ময়দানের বিপরীত পাশে নিউ মন্নু কটন মিলের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, রাতে নিউ মন্নু কটন মিলের তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের সদস্যরা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে ওই কারখানার টিনশেড গুদাম, তুলা ও ঝুট পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৪, ২০১৮ ১১:৩৯ পূর্বাহ্ণ