১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৩

শিরোপা জয়ের প্রতিশ্রুতি সাকিবের

স্পোর্টস ডেস্ক:

কলকাতা নাইট রাইডার্স তাকে রাখেনি এবার। পুরো আইপিএল ক্যারিয়ার যাদের সাথে কেটেছে সেই তাদের সাথে তো থাকতেই চেয়েছিলেন সাকিব আল হাসান। হলো কোথায়? নিলামে উঠলেন এবং সাবেক চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ সম্মান দিয়েই কিনে নিলো তাকে। নতুন দলকে কি দিতে চান বাংলাদেশের টি-টুয়েন্টি ও টেস্ট ক্যাপ্টেন সাকিব? এক কথায়, ‘শিরোপা’।

শাহরুখ খানের দল কেকেআরের সাথে দুটি শিরোপা জেতানোর অভিজ্ঞতা তার আছে। আইপিএলের শিরোপা সাকিবের জন্য নতুন কিছু নয়। তবে ম্যাচ চান তিনি আরো বেশি। যেটা শেষ মৌসুমে সেভাবে পাননি কেকেআরে। বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার নেটে নিজেকে যেভাবে ঝালিয়ে নিচ্ছেন তাতে তার পণটা স্পষ্ট বোঝা যায়। মাঝে ইনজুরির জন্য মাঠের বাইরে ছিলেন। নিদাহাস ট্রফির শেষটায় ফিরে বাংলাদেশকে শ্রীলঙ্কার তিনজাতি টুর্নামেন্টের ফাইনালে নিতে নেতৃত্ব দিয়েছিলেন। তারপর বিশ্রাম নিয়ে এই ফেরা।

মঙ্গলবার সানরাইজার্সের অফিসিয়াল সামাজিক সব যোগাযোগ মাধ্যমে ফুটে ওঠে সাকিবের মুখ। ছবিতে, ভিডিওতে। ছবিতে ঘর্মাক্ত-শ্রান্ত সাকিবকে আরো বেশি দৃঢ়প্রত্যয়ী লাগে। বোঝা যায়, প্রস্তুত তিনি অনেকটাই। এক মৌসুম আগের চ্যাম্পিয়ন সানরাইজার্স এবার টুর্নামেন্ট শুরু করছে আসরের চতুর্থ ম্যাচ দিয়ে। নিজেদের মাঠ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ।

হাতে সময় আছে। তার আগে ভিডিওতে অরেঞ্জ আর্মি বা সানরাইজার্স ফ্যানদের সাথে যোগাযোগ করে নিলেন আইপিএল তারকা সাকিব। সেখানে সমর্থকদের হাতে কিন্তু শিরোপা তুলে দেওয়ার প্রতিশ্রুতি তার কণ্ঠে, ‘আমার মনে হয় আমাদের এমন একটা দল আছে যেটি যেকোন কিছু করতে পারে। অবশ্যই এটা অনেক লম্বা একটা টুর্নামেন্ট। সবাইকে ফিট থাকতে হবে এবং নিজেদের সেরাটা শেষ পর্যন্ত দেওয়ার অবস্থায় সবসময় থাকতে হবে।’

মাঠে খেলোয়াড়রা খেলেন। কিন্তু খুব ভালো কিছু করতে সমর্থকদের বড় বেশি দরকার। হায়দ্রাবাদের দলটির ভালো খেলোয়াড়ের দলের সাথে আছে বিশাল এক সমর্থককূল। তাদেরও সাথে সাথে ছোটার আহ্বান জানিয়ে সাকিব বলেছেন, ‘আমাদের সমর্থন করতে থাকুন, যেমন সবসময় করে আসছেন। আশা করি আমরা আপনাদের জন্য ভালো কিছুই নিয়ে আসবো। গো আরেঞ্জ আর্মি।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৪, ২০১৮ ১১:৩৬ পূর্বাহ্ণ