১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৭

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীর বাইপাস মোড় এলাকায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। এঘটনা অন্তত আরও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  গতকাল মঙ্গলবার (০৩ এপ্রিল) রাত আড়াইটার দিকে নগরীর দিগারকান্দা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নগরীর কালিবাড়ী এলাকার নব দম্পতি অভিজিৎ সিংহ রায় পল্টু (৩০), পল্টুর স্ত্রী মনি সিংহ রায় (২৪) এবং ছাত্রলীগ নেতা মফিজ হোসেন। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাইপাস মোড় এলাকার আজাদ সিএনজি স্টেশনের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্রাকের সঙ্গে মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফের একটি প্রাইভেটকার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ৬ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়ার পর স্বামী-স্ত্রী মারা যায়। অন্য তিনজন মহানগর ছাত্রলীগ সভাপতি আরিফ, মফিজ হোসেন ও সঞ্জীব সিংহ রায়কে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (০৪ এপ্রিল) সকালে মহানগর ছাত্রলীগ সভাপতি আরিফ ও মফিজের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া পথে মফিজ মারা যান।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :এপ্রিল ৪, ২০১৮ ১১:৪২ পূর্বাহ্ণ