১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৮

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

খুলনা প্রতিনিধি:
খুলনায় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় মেয়ে তন্নি (৫) নিহত এবং তার মা শিমুল আক্তার (৩৫) গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকালে নগরীর খালিশপুরের আলমনগর পোড়ামসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
খালিশপুর থানার উপ-পরিদর্শক হালিম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে নগরীর খালিশপুর থেকে বরিশালগামী বিআরটিসির একটি বাস মা-মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়ে তন্নির মৃত্যু এবং মা শিমুল আক্তার গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ওই এলাকার মুদি দোকান থেকে মালামাল কিনে মেয়েকে নিয়ে রাস্তাপার হচ্ছিলেন প্লাটিনাম জুবিলি জুট মিলের শ্রমিক দুলাল মিয়ার স্ত্রী শিমুল আক্তার। এসময় বরিশালগামী বিআরটিসি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। উত্তেজিত এলাকাবাসী পরবর্তী বিআরটিসির একটি ঢাকাগামী বাস ভাঙচুর করে। নিহতদের বাসা পোড়ামসজিদের পাশে।
দৈনিকদেশজনতা/ আই সি 
প্রকাশ :এপ্রিল ৪, ২০১৮ ১১:২০ পূর্বাহ্ণ