আন্তর্জাতিক ডেস্ক:
লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি ২০১১ সালে বিদ্রোহের আগে এক ফুটবল খেলোয়াড়কে হত্যার অভিযোগ থেকে নিষ্কৃতি পেয়েছেন।
মঙ্গলবার দেশটির বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর ত্রিপলিতে আদালত সাবেক ফুটবল তারকা বশির রায়ানিকে হত্যার দায় থেকে সাদি গাদ্দাফিকে খালাস দিয়েছেন।-খবর স্পুটনিক অনলাইনের।
সাদিকে প্রকাশ্যে সমালোচনার পর ২০০৫ সালে নিখোঁজ হন রায়ানি। এর পর ত্রিপলিতে সাদির মালিকানাধীন একটি রিসোর্টের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছিল।
হত্যা, প্রতারণা, হুমকি, দাসত্ব ও মানহানির মামলা থেকে খালাস পেলেও মাদকদ্রব্য মামলায় তাকে এক বছরের কারাদণ্ড ও পাঁচশ লিবিয়ান দিনার জরিমানা করা হয়েছে।
সাদি গাদ্দাফি লিবিয়ার ফুটবল দলের অধিনায়ক ছিলেন।
২০১৪ সালে নাইজার থেকে প্রত্যর্পণের পর তাকে ত্রিপলিতে আটক করা হয়েছিল।
লিবিয়ায় বিদ্রোহের সময় তার বাবাকে হত্যা করা হলে তিনি পালিয়ে নাইজারে আশ্রয় নিয়েছিলেন।
ফুটবল তারকা হত্যা মামলা থেকে খালাস পেলেও অন্য মামলায় তাকে কারাগারেই থাকতে হচ্ছে। ২০১১ সালের বিদ্রোহের সময় ধরপাকড়ের নির্দেশ দেয়াসহ বিভিন্ন মামলার বিচার চলছে তার বিরুদ্ধে।
স্থানীয় গণমাধ্যমে রায়ানির এক সন্তান জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে তার পরিবার আপিল করবে।
তিনি বলেন, তার বাবাকে হত্যায় সাদী দোষী প্রমাণিত না হওয়ায় আমি ও আমার পরিবার ব্যথিত। অবিচার যতদিনই স্থায়ী হোক না কেন, আমরা নীরব থাকব না।
গাদ্দাফির আরেক সন্তান সাইফ আল গাদ্দাফির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন লিবিয়ার আদালত। পশ্চিমাঞ্চলীয় শহর জিন্তানে তিনি বহু বছর ধরে কারাবন্দি ছিলেন। তবে তিনি বর্তমানে কোথায় রয়েছেন, তা পরিষ্কার জানা যায়নি।
দৈনিক দেশজনতা/এন এইচ