২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:১৯

গ্রেনেড হামলা মামলায় ২৯ জনের পক্ষে যুক্তি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ২৯ আসামির পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেছেন তাদের আইনজীবীরা। মঙ্গলবার (৩ এপ্রিল) পুরান ঢাকায় ১নং অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর-উদ্দিনের আদালতে আসামি মাওলানা আব্দুস সালামের পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবী। এদিন তার পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হওয়ায় অন্য আসামির যুক্তি উপস্থাপনের জন্য বুধবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি সৈয়দ রেজাউর রহমানের সহকারী একরামুদ্দিন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় ২৯ আসামির পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। আর ২০ জনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হলে মামলাটির রায়ের জন্য দিন ধার্য করা হবে।

আলোচিত এ মামলায় ৫১১ জন সাক্ষীর মধ্যে ২২৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আরও ২০ জনের সাফাই সাক্ষ্য নেয়া হচ্ছে।

২০০৮ সালের ১১ জুন মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন সিআইডির জ্যেষ্ঠ এএসপি ফজলুল কবির। ২০০৯ সালের ৩ আগস্ট রাষ্ট্রপক্ষ মামলাটি অধিকতর তদন্তের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান সিআইডির পুলিশ সুপার আবদুল কাহ্হার আখন্দ। তিনি ২০১১ সালের ৩ জুলাই তারেক রহমানসহ ৩০ জনের নাম যুক্ত করে মোট ৫২ জনের নামে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দেন।

জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জঙ্গি নেতা মুফতি হান্নান ও জেএমবি সদস্য শহিদুল আলম বিপুলের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় মামলা থেকে তাদের নাম বাদ দেয়া হয়। ফলে এ মামলায় এখন আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জন। এর মধ্যে তারেক রহমানসহ ১৮ জন পলাতক রয়েছেন। জামিনে ৮ জন এবং কারাগারে রয়েছেন ২৩ জন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৩, ২০১৮ ৯:৩৯ অপরাহ্ণ