১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২১

জুনে নেদারল্যান্ডে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি-২০ সিরিজ

স্পোর্টস ডেস্ক: 

আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ড মিলে শুরু করতে যাচ্ছে ত্রিদেশীয় টি-২০ ক্রিকেট সিরিজ। এখন থেকে প্রতি বছর অনুষ্ঠিত হবে এ ত্রিদেশীয় সিরিজ। বার্ষিক এ সিরিজের প্রথম আসর আগামী জুনে নেদারল্যান্ডে অনুষ্ঠিত হবে বলে আজ ঘোষণা দেয়া হয়েছে।

র‌্যাংকিংয়ে এ তিন দলের মধ্যে সবার ওপরে রয়েছে স্কটল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র‌্যাংকিংয়ে ১১তম স্থানে রয়েছে দলটি।
আগামী ১২-২০ জুন প্রথম আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রটারডাম, ডেভেন্টার এবং আমস্টেলভিনে। রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে দলগুলো একে অপররের বিপক্ষে দু’বার মুখোমুখি হবে।

স্কটল্যান্ড দলের প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন বলেন, ‘আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচে আমরা সবসময়ই কঠিন প্রতিদ্বন্দ্বিতা করে আসছি এবং চিত্তাকর্ষক এ ইভেন্ট আয়োজন করায় দুই ডাচ প্রতিবেশীর কাছে আমরা কৃতজ্ঞ।’
আয়ারল্যান্ড কোচ গ্রাহাম ফোর্ড বলেন নিজ মাঠে আগামী ২৭ ও ২৯ জুন ভারতের বিপক্ষে অনুষ্ঠিতব্য দুই ম্যাচ টি-২০ সিরিজের আগে এ টুর্নামেন্ট তার দলের পরীক্ষা মিলবে।

গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের জন ব্রেসওয়েলের স্থলাভিষিক্ত হওয়া ফোর্ড বলেন, ‘টি-২০ ক্রিকেটে একই সাথে একটি উপভোগ্য, কৌতুকপূর্ণ ও আনপ্রেডিক্টেবল ভার্সন এবং তিন দলের মধ্যে সিরিজটি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’
এক সময় শ্রীলংকা দলের কোচের দায়িত্ব পালন করা ফোর্ড আরো বলেন, ‘আগামী জুন মাসে ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের আগে এ টুর্নামেন্ট সংক্ষিপ্ত ভার্সনে আইরিশ দলের দক্ষতা বাড়াতে একটি সুবর্ণ সুযোগ।’

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :এপ্রিল ৩, ২০১৮ ৯:৩৭ অপরাহ্ণ