নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আগামী ৮ এপ্রিল গণপদযাত্রা কর্মসূচির ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এ সময় লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমন্বয়ক হাসান আল মামুন৷
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসান আল মামুন বলেন, ‘দেড় মাস যাবৎ আমরা কোটা সংস্কারের দাবিতে অহিংস আন্দোলন করে যাচ্ছি। কিন্তু বৈষম্যমূলক কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের পক্ষে সরকারের উচ্চ পর্যায় থেকে এখনো কোন বক্তব্য পাই নি।’
তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কোটায় প্রার্থী না পাওয়া গেলে তা মেধায় পূরণ করা হবে, কিন্তু ২ এপ্রিল একটি মন্ত্রণালয় থেকে কোটা বিষয়ক ধোঁয়াশাপূর্ণ ও অস্পষ্ট পরিপত্র জারি করা হয়েছে যা প্রধানমন্ত্রীর কোটা শিথিল ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক।
এসময় আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর কোটা শিথিল ঘোষণার পূর্ণ বাস্তবায়ন চান এবং প্রধানমন্ত্রীকে তাদের ৫ দফা দাবি মেনে নিয়ে বৈষম্যমূলক কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের ব্যাপারে তাদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান।
দৈনিক দেশজনতা /এন আর