১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৪

‘ভোগ’-এর প্রচ্ছদে ফ্যারেল উইলিয়ামস সঙ্গে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক:

‘ভোগ ইন্ডিয়া’র প্রচ্ছদে এবার ঐশ্বরিয়া রাই বচ্চন  এর সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত র‍্যাপার, সংগীতশিল্পী, গীতিকার ও প্রযোজক ফ্যারেল উইলিয়ামস। এপ্রিল মাসে প্রকাশিত ‘ভোগ ইন্ডিয়া’র প্রচ্ছদসহ অন্য ছবিগুলোয় ফ্যারেল উইলিয়ামসের সঙ্গে বলিউডের এই তারকা কুল, মজার এবং ফ্লার্টি লুকে পোজ দিয়েছেন।

‘ভোগ ইন্ডিয়া’র এবারের ফটোশুট নিয়ে একটু ঝামেলা পোহাতে হয়েছে ঐশ্বরিয়াকে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই ম্যাগাজিনের শুট করাটা তাঁর কাছে খুবই কঠিন ছিল। কারণ, বাসায় মেয়েকে দেখাশোনা, আবার নতুন ছবির শুটিং। যদিও মেয়ের দেখাশোনার জন্য বাসায় একজন ন্যানি রয়েছেন।

সম্প্রতি অভিষেক বচ্চনের সাথে সম্পর্ক ভাল যাচ্ছে না ঐশ্বরিয়ার। এরই মাঝে ফ্যারেল উইলিয়ামস এর সঙ্গে অন্তরঙ্গ লুক বলিউড পাড়ায় আলোচনার তুঙ্গে রয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

 

 

 

প্রকাশ :এপ্রিল ৩, ২০১৮ ৮:৩৫ অপরাহ্ণ