সাতক্ষীরা প্রতিবেদক:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কের পিরোজপুর কাটাখালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের আজগর আলির ছেলে নুর হোসেন (৩২) ও একই উপজেলার নীজদেবপুর গ্রামের মফিজউদ্দিনের ছেলে আবদুল মান্নান সরদার (৫০)। আহতরা হলেন- তুহিন ও শান্ত। হতাহতরা সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে নুর হোসেন ও আবদুল মান্নান মোটরসাইকেলে করে সাতক্ষীরা যাচ্ছিলেন। পথমধ্যে কাটাখালি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় আহত হন অন্য মোটরসাইকেলের দুইজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা কালিগঞ্জ সার্কেলের এএসপি ইমরান মেহেদী সিদ্দিকি জানান, নিহতদের লাশ উদ্ধার করে কালিগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতরা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দৈনিক দেশজনতা /এন আর