চাঁদপুর প্রতিবেদক:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চেঙ্গারচর এলাকায় স্বর্ণালংকার ও মোবাইল সেট চুরি করে দাদি করফুল বেগমকে (৭৫) শ্বাসরোধে হত্যার অপরাধে নাতি মো. মোখলেছুর রহমানকে (২৫) মৃত্যুদণ্ড ও চুরির ঘটনায় আরো ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোখলেছুর রহমান মতলব উত্তর উপজেলার চেঙ্গারচর এম এম কান্দির আব্দুর রশিদের ছেলে। করফুল বেগম মৃত রমিজ উদ্দিনের স্ত্রী।
মামলার বিবরণ থেকে জানা গেছে, করফুল বেগম তার নাতনি ইতির সঙ্গে প্রতি রাতে ঘুমাতেন। ইতি না থাকার কারণে ২০১৪ সালের ৪ মে মোখলেছুর রহমান দাদির সঙ্গে ঘুমান। রাত আনুমানিক সাড়ে ৩টার সময় দাদির কাছে থাকা স্বর্নালংকার ও একটি নকিয়া মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় মোখলেছ। একই সময় দাদিকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরদিন সকালে বাড়ির লোকজন ঘরের সামনে করফুল বেগমের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। সংবাদ পেয়ে মতলব উত্তর থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন।
এই ঘটনায় মোখলেছুর রহমানকে সন্দেহ করে করফুল বেগমের আরেক ছেলে আফাজ উদ্দিন ৫ মে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। ওইদিনই পুলিশ তাকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মতলব উত্তর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফ ২০১৪ সালের ২০ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন। আসামি মোখলেছের দেয়া তথ্যানুযায়ী তার এক আত্মীয়ের বাড়ি থেকে স্বর্নালংকার ও মোবাইল সেট উদ্ধার করা হয়।
দৈনিক দেশজনতা /এন আর