১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯
BARCELONA, SPAIN - SEPTEMBER 12: Lionel Messi of Barcelona celebrates scoring his sides first goal during the UEFA Champions League Group D match between FC Barcelona and Juventus at Camp Nou on September 12, 2017 in Barcelona, Spain. (Photo by Alex Caparros/Getty Images)

মেসিকে ঘিরেই পরিকল্পনা রোমার

স্পোর্টস ডেস্ক:

বুধবার ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও রোমা। ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ এ ম্যাচে এখনও অনিশ্চিত বার্সার প্রাণভোমরা লিওনেল মেসি। যদিও শনিবার সেভিয়ার বিপক্ষে শেষ দিকে মাঠে নেমেছিলেন তিনি। পেয়েছিলেন গোলও। তাই প্রতিপক্ষের মাঠে আর্জেন্টাইন এ সুপারস্টার ঘিরেই নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে ইতালিয়ান ক্লাব রোমা।

রোমার ফরোয়ার্ড স্টিফেন এল শারাওই বলেছেন, ‘আমরা মেসির মতো সেরা খেলোয়াড়ের বিপক্ষে নামছি। যখনই সে বল পায়, তখনই যে যেকোন কিছু ঘটাতে পারে। সে কারণে আমরাও সেভাবে খেলার চেষ্টা করবো এবং যতটা সম্ভব তাকে নিষ্ক্রিয় রাখবো।’

এবারের মৌসুমে দুর্দমনীয় বার্সা এখন পর্যন্ত হারের মুখ দেখেনি। তাই বুধবারের ম্যাচে তারাই ফেভারিট। সেটা মানছেন ২৫ বছর বয়সী ইতালিয়ান এ ফরোয়ার্ডও। তারপরও বার্সেলোনার মাঠে ভালো কিছু করার প্রত্যাশা রয়েছে তার কণ্ঠে, ‘সবাই বলছে আমরা ফেভারিট নই এবং এটা সত্য। কিন্তু ঘরের মাঠে দ্বিতীয় লেগের আগে আমরা বার্সেলোনার বিপক্ষে ভালো কিছু করতে চাই।’

পেশির ইনজুরির কারণে দেশের হয়ে বিশ্বকাপ প্রীতি ম্যাচ খেলতে পারেননি মেসি। মেসিহীন আর্জেন্টিনা স্পেনের কাছে হেরেছিল ৬-১ গোলে। যা তাদের ইতিহাসের সবচেয়ে বাজে হার। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ক্ষেত্রেও ব্যাপারটা ভিন্ন নয়। এ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে মেসিকে ছাড়া ৫ ম্যাচ খেলেছে বার্সা। এর মধ্যে ২টিতে জিতেছে তারা, অন্য ৩টি ড্র হয়েছে। শনিবার সেভিয়ার বিপক্ষে মেসির শেষ মুহূর্তের জাদুতেই প্রতিপক্ষে মাঠ থেকে ড্র করে ফিরতে পেরেছে কাতালান এ ক্লাবটি।

তবে এই মেসি-নির্ভরতা নিয়ে মোটেও চিন্তিত নন বার্সেলোনার কোচ আর্নেস্তো ভালভার্দে। তার কথায়, ‘আমরা এটা নিয়ে চিন্তিত নই। মেসিসহ বা সেমি ছাড়া প্রত্যেকটি ম্যাচই আলাদা। এটা এমনই। আমরা কি করবো?’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৩, ২০১৮ ১২:৫৫ অপরাহ্ণ