বিনোদন ডেস্ক:
আসছে পহেলা বৈশাখ। দিনটিতে দেশি টিভি চ্যানেলগুলো বিশেষ নাটক প্রচার করে থাকে। শিল্পীরা এ দিনের জন্য নির্মিত নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত থাকে চৈত্র মাসজুড়ে। এ ধারাবাহিকতায় বৈশাখের নতুন নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা। নাম ‘এই বৈশাখে’।
পরিচালনা করেছেন তুহিন হোসেন। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে, পলাশ ও নীলিমা চাকরিজীবী। এক সময় ফেসবুকে দু’জনের বন্ধুত্ব হয়। একে অন্যের ওপর নির্ভরও হয়ে পড়েন। একপর্যায়ে তারা দেখা করার সিদ্ধান্ত নেন। সেই দিনটিই হচ্ছে পহেলা বৈশাখ।
সেদিন পলাশের জন্য নীলিমা অপেক্ষা করে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘নাটকের গল্পটি পছন্দ হয়েছে। বৈশাখী আমেজ রয়েছে এতে। এ নাটকে আমার সহশিল্পী হিসেবে আছেন আফরান নিশো ভাই। সবমিলিয়ে আশা করছি এটি খুব ভালো একটি কাজ হবে।’ নাটকটি আসছে পহেলা বৈশাখে রাত ৯টা ১০ মিনিটে এনটিভিতে প্রচার হবে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

