১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৭

বুড়িগঙ্গায় নৌকা ডুবি: নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী স্টিমারের ধাক্কায় খেয়ানৌকা ডুবে স্বপ্না (১৪) ও সানজিদা (১৫) নামে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৭টায় দুর্ঘটনার পর রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়ে দু’জনের লাশ উদ্ধার করে। নৌকাটিতে মাঝিসহ ৮ জন যাত্রী ছিল। এর মধ্যে ৬ জন আশপাশের নৌকার সাহায্যে ও সাঁতরে তীরে উঠতে পারলেও স্বপ্না ও সানজিদা ডুবে যায়।
হাসনাবাদ নৌ-পুলিশের এসআই হাসনাত পাটোয়ারী জানান, এমভি বাঙালি নামে একটি যাত্রীবাহী জাহাজ টার্মিনালের লালকুঠি ঘাট থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় পেছনে বেগার (পেছনে নেয়া) দেয়। এ সময় লালকুঠি খেয়াঘাট থেকে কালীগঞ্জ তেলঘাটে আসছিল খেয়ানৌকাটি। নদীর মাঝ বরাবর জাহাজের পেছনের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।
স্বপ্নার মামা জিয়াউদ্দিন জানান, স্বপ্না পঞ্চম শ্রেণির আর সানজিদা ষষ্ঠ শ্রেণির ছাত্রী। কেরানীগঞ্জের কালীগঞ্জ শাহি মসজিদ এলাকায় একই বাড়িতে তারা বাসা ভাড়া নিয়ে থাকে। নতুন স্কুলব্যাগ কেনার জন্য দুই বান্ধবী সদরঘাটে গিয়েছিল। স্কুলব্যাগ কিনে বাসায় ফেরার পথে তারা দুর্ঘটনায় পড়ে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৩, ২০১৮ ১১:১৮ পূর্বাহ্ণ