১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৮

জিয়াউর রহমানকে যারা চিনেন না, তাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ: জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক :

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে যারা চিনেন না মহান মুক্তিযুদ্ধে তাদের অংশগ্রহণ ও অবদান প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা: জাফরুল্লাহ চৌধুরী।
সোমবার তোপখানায় বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তনে লেবার পার্টি আয়োজিত ‘সুশাসন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র কোন পথে’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
ডা. জাফরুল্লাহ বলেন, আজকের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ কোনো এক দল বা এক ব্যক্তির অবদান নয়। এই রাষ্ট্র প্রতিষ্ঠায় যার যে অবদান তাকে তার স্বীকৃতি দিতে হবে। তার প্রাপ্য মর্যাদা দিতে হবে। যারা বলেন জিয়াউর রহমানকে তারা চিনেন না, মুক্তিযুদ্ধে তাদের অংশগ্রহণ ও অবদান প্রশ্নবিদ্ধ। তাদের মনে রাখা উচিত ১৯৭১ সালের ২৬ মার্চের পর জাতি জিয়াউর রহমানকেই চিনত তাদের নয়।

তিনি বলেন, বিএনপিকে সবশক্তির সমন্বয়ে জাতীয় ঐক্যমঞ্চ করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে। যদি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা যায়, তাহলে জনতার স্রোত সৃষ্টি হতে বাধ্য। আর জনতার স্রোত সৃষ্টি হলে আগামী নির্বাচন যেভাবেই হোক ফল উল্টে যেতে বাধ্য।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সরকার মনে করছে, শুধু তাদেরই সময়। কিন্তু তারা ভুলে গেছে সময় কখন কার আসে কেউ বলতে পারে না। স্বাধীনতার ৪৭ বছর পরও গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ৩, ২০১৮ ১১:১৯ পূর্বাহ্ণ